ওগো ভালবাসা


ওগো ভালবাসা 

সকালের কৈশোরে বিকেলের রোদ গেল দেখা 
এখনো যে পথ চলি, এই আমি শুধু একা একা।
কখনো পথের পাশে, কখনো ক্ষেতের পাশে 
কখনো নদীর পাশে তবু দেখি 'চরৈবেতি' হাসে
ভীষণ ভয়াল স্বরে - 
বারেবারে তবু বারেবারে ।
এখানে যৌবন জানি প্রায় এক বিরাট আঘাত,
এখানে প্রেমও কভু পায়না প্রেমের আস্বাদ।
ফুলগুলি আলো পায়, বায়ু পায়
তবুও তাদেরি দেখি জীবনী হারায়
বাঁচবার স্বাদ ভালবেসে ;
ভালবাসা এখানেই হাসে।
তবু বলিঃ
ওগো ভালবাসা, তুমি কোন কথা কও?
আপনার পথে চলি তবু স্থির রও
আপনারই পথে ;
পৃথিবীর মতে ,-
যখনই যৌবন যায় চলে
যখনই সূর্যের আলোযায় ঢলে - 
জ্বলন্ত চাঁদের প্রেমিক আশ্বাস
আলো জ্বালে হাসে, প্রেমেই ভরায় দেখি হৃদয় আকাশে,
তবু যে সন্ধ্যা নামে,
রাত চলেআসে - চন্দ্ররূপের সাথে মিলনের ঘামে 
ভালবাসা পাবে বলে।
রাত গভীর রাত তবু সারা হলে
কে যেন শুধায় আসি '-
ওগো ভালবাসা তুমি কোন কথা কও ? 
যে কথা সর্বত্রগামী - 
হতে চেয়েও পারে না আমাকে ছুঁতে !
আমি কি প্রেমিক নই, আসল প্রেমিক ভুতে ?
সোনালী প্রেমের গল্প সারাদিন ধরি আমিও তো পড়ি 
ঘুচাই মনের প্রেম রাঙা ক্ষুধা।
একা একা, খুব একা একা তখনই বসুধা 
প্রাচীন প্রেমের কথা বলে 
কি যেন আমাকে বুঝিয়েই চলে।
আমি তারমতো এটুকু পারিনি বুঝিতে
হয়তো ভালবেসে সেও পারে ভালবাসা দিতে
আমাকে ; - আমার মতন যতো
এ পৃথিবীর কত কত
সকালের কৈশোরে বিকেলের রোদ দেখা
মানব প্রেমীদের ; ওরাও হয়েযায় একা
একেবারে একা ।
ক্ষীন স্রোতস্বীনীর জীবনি রেখা
আমাকে প্রেমিক ভেবে ডাকে,
কলস্বনা প্রিয়া আপনারি স্রোতে তবু লুকায় আপনাকে ।
জ্যান্ত ফুলের মালা , শাড়ী ,
ডুবে থাকা শরীরের সিক্ত কবরী ,
প্রেমিকের পচা দেহ তারি একপাশে
শেষের এমন দিনে তবু কাছে ভাসে
পাড় থেকেভেসে আসে, ওই দেখ ভেসেযায় মিড়া '
প্রেমিকার আঁচলের খুঁট তবু প্রেমকের হাঁটে থাকে ধরা।
ওগো স্বপ্নময় ভালবাসা , তুমি কোন কথা কও ?
নদীর স্রোতের মতো তুমিও কি বও !
আমি এখনো তো তুলি হাতে তুলি '
একটা জীবনের ছবি আঁকি,
আঁকি নিষ্পাপ ভালবাসার স্বপ্নময় রঙ্গীন আঁকিবুকি।
ভুলে যাওয়া ভালবেসে আমিযাই ভুলে -
প্রেমতো এখনো তবু আসতেই পারে, অপ্রেমের অনুকূলে,
ওগো ভালবাসা তুমি কোন কথা কও ?
ফাগুনের বাস্তবতায় পলাশের সাথে মিশে রও
নাকি তুমি ;
শুধু মাতৃভূমি ,
মাতৃভূমি'র স্বাদ ভালবেসে 
অভিমানী অভিনয়ে এইভাবে এসে
বলেযাও ' ফাগুন, বসন্ত, পলাশ ,
কল্পনা শুধু ' - আপনার স্বজনজাত বাঁচাতেও বুনোহাঁস 
মিলেযায় প্রেমের মিলনে ,
মানুষের মাঝে তবু মানুষের গানে
কজন সহজে মাতে মিলনের প্রেমে ?
এখানে দেখিযে আমি জীবনের গতি যার থেমে ।

ওগো ভালবাসা তুমি কোন কথা কও ?
হিংসার কথা গান তুমি কি শুনতে পাও ?
সংকীর্ণ পথের দিকে দুই পা এগুলে -
পিছনে তাকিয়ে দেখি কি বিশাল পৃথিবীকে আসিয়াছি ফেলে !

তবু মন সংকীর্ণ হয় ,
বাঁচবার স্বাদটুকু নিজস্ব নয় -
এইতুকু ভেবে ষে পথে হাঁটা চাই।
সুবোধ মানুষের মন বলে ' নাই নাই ' -

আমি তো প্রেমিক হবো
প্রকৃতির কোমোলতা চুমে পড়েরবো 
কতদিন ধরি ,
সমালচকের মন বলুক না ' ছিঃ ! ছিঃ ! মরি মরি ! '
উন্নত চেতনার জন
তখন  বুঝবে আছে তারও প্রয়োজন 
আধুনিক এই সমাজে ।
তাকেও মাততে হবে সমাজের কাজে ।
কাঁটা তার, ছেঁড়া কাটা লাশ বালিমাখা
শুয়ে আছে, এখনো যায়না ঢাকা
তাকে - দৃষ্টির আপাত অগোচরে ।
দূরে , শোন ওই সাগরের পারে
তখনো শুধায় ,
আমি জীবন্ত শীর্ণকায় ,
তবু এসো , প্রেমিকের সব রস পান করে লও ।
তখনি বলবো আমি, ' ওগো ভালবাসা তুমি কোন কথা কও ?  '


লিখেছেন :-  বন্ধু বিভাষ 

Post a Comment

0 Comments