তুমি কথা দিয়েছিলে
সেই তুমিই আজ তোমার চোখ দুটো ফিরিয়ে নিলে।তবু কিছু বলিনি আমি।কেন জানো?
কারন আমি চাইনি তোমাকে বোঝাতে আমি যে তোমায় কতোটা ভালোবাসি।
একদিন তুমি বুঝবে আমি তোমায় কতোটা ভালোবেসে ছিলাম।
তবে ভেবোনা তুমি ফিরে এলে আমি তোমায় ফিরিয়ে নেব। দরজার অপর পাশ থেকে তোমার গলা
টা শুনে হয়তো মুখ দিয়ে শব্দ না বের করলেও চোখের বাধ হয়তো ভেঙে যাবে।তবুও আমি
ফিরবোনা।শুধু তুমি জেনো যে কারোর কাছে তুমি সারা জীবন অপরাধী।সে তোমায় কোনোদিনো
খমা করবে না।
0 Comments
Comment Here...