কেউ ছিল না সাথে আমার কেউ ছিল
না পথে এসেছিল শুধু সন্ধাবেলা চলে গেছে আবার
রাতে। কেউ ছিল না পাশে আমার কেউ রাখেনি
হাত হাতে বসেছিল শুধু বিকেল বেলা সবুজ মাখা
দূর্বা ঘাসে। কেউ রাখেনি কথা আমার কেউ থাকেনি
অবশেষে জাগিয়েছিল শুধু কিছু আশা আমার শূন্য
এ দেহে। কেউ বাসেনি ভাল আমায় বলেছে শুধু
মুখে মুখে মনটি আমার কেড়ে নিতে বসেছিল শুধু
পাশে। কেউ জাগেনি রাত আমার জন্য কেউ রাখেনি
মনে বলেছিল কথা শুধু চাঁদের সাথে মিষ্টি
হাসি হেসে। কেউ আসেনি হৃদয়ে আমার কেউ রাখেনি
দরজা খুলে দেখিয়েছিল শুধু স্বপ্ন আমায় সুখগুলো কেড়ে
নিতে। এখন আমি স্বপ্ন আঁকি না তাকিয়ে থাকি
অবুঝ চোখে ভালোবাসা শুধু মিছে ছলনা কাদি শুধু
এই ভেবে।
0 Comments
Comment Here...