status update




ইনবক্সের কিছু পুরোনো ম্যাসেজ দেখে,,



বার-বার থমকে যায় চোখ...!!



কতো ভালোবাসা-বাসি, কতো আদুরে সব কথা...



স্বপ্নীল দিনগুলো, আজ সব স্মৃতি হয়ে গিয়েছে...



কিছু স্ট্যাটাসের কমেন্টসে, বার-বার খুঁজে পাই তোমায়...



তোমার সব দুষ্টু আর মিষ্টি কথাগুলো মনে পরে।



নিজের অজান্তেই মুচকি হাসি দেই,



পরক্ষনে তুমি নেই ভাবতেই,



বুকের ভিতরটা চিনচিন করে উঠে...…



জানো কয়েক হাজার চ্যাটের সেই মেসেজটা,



আজ ইনবক্স থেকে ডিলিট করে দিলাম,



সত্যি হাতটা একটুও কাপেনি।


এইসব স্মৃতিতে জড়িয়ে থেকে বার-বার কষ্ট পেয়ে কি লাভ বলো

…?



আজ তুমি তোমার মত ভালো থাকো নতুন স্বপ্ন নিয়ে।



আমি আমায় নিয়ে বেশ আছি, কষ্ট বুকে নিয়ে...



তবে কি জানো ?



তোমায় ছাড়া আজ নির্ঘুম রাতগুলো ভীষন মিস করি...



আজ আর কেউ আমার ফোনের অপেক্ষায় থাকে না,



কেউ বার বার চ্যাট দিয়ে বলে না,



এই তোমার কাজ শেষ হবে কখন,



বারি যাবে কখন।



এখন আর কেউ অভিমান করে না,



কেউ আর বলে না রাতে কথা না বলে ঘুমাতে পারলে...??


সত্যি ঘুমহীন রাতগুলো এখন ভীষন মিস করি...!!









Feeling বোরিং Search for
 lolwaaclub .com 
Have a LoooLWaaaafull Day...!!

Post a Comment

0 Comments