@status update



প্রত্যেকটা মানুষের ভাল থাকার জন্য একটা 'তুমি' থাকা প্রয়োজন।। এই 'তুমি' শুধু তোমার ভাল
সময়ের সাথি ই হবে না বরং মন খারাপের রাত গুলাতে সেও তোমার পাশে বসে থাকবে মন খারাপ
করে।। অন্ধকার দেখবে,অন্ধকারের গভীরতা মাপবে তোমার সাথে।।
.
এই 'তুমি' গুলাকে অবশ্যই অনেক বেশি কেয়ারিং হতে হবে।। তুমি ঠিক মত না খাওয়ার জন্য যে
তোমার সাথে ঝগড়া করবে অথবা গভীর রাত জেগে বই পড়ার সময় কফির মগ হাতে তোমার পাশে
এসে দাঁড়িয়ে থাকবে।।
.
তুমি,আমি, আমরা রোজই তো অনেক মানুষ কে তুমি বলি কিন্তু আমাদের জীবনে সেই 'তুমি'
হওয়ার ক্ষমতা রাখবে শুধু একজন মানুষ।। সেই মানুষ যাকে চোখ বন্ধ করে বিশ্বাস করতে পারবে
তুমি, সেই মানুষ যাকে দেখলে বুকের ভেতর চিনচিন করে উঠবে ঠিকই কিন্তু মুখে অটোমেটিক
হাসি চলে আসবেই তোমার।
.
জীবনে বেঁচে থাকার জন্য এই 'তুমির' বড্ড প্রয়োজন, খুব করে প্রয়োজন।।সত্যি ই অনেক প্রয়োজন।

Post a Comment

0 Comments