Status Update

"ঝিম, কোথায় আছ?"

"এই তো নতুনদার চায়ের দোকানে। কখন আসবে?"
"পনের মিনিট টাইম দাও। জাস্ট অফিস থেকে ফিরলাম।"
"ওকে, এসো, ওয়েট করছি।"
ঝিম একটা সিগারেট নিল। হঠাৎ রাস্তার দিকে চোখ যেতেই ইমনকে দেখতে পেল।

এইদিকেই আসছে। কী করবে ঝিম?
★★★★★
না, এড়িয়ে যাবে না। আড়াই মাসের সম্পর্কে যাকে নয়দিন চুমু খেয়েছে, তাকে এড়িয়ে যাওয়াটা

ঝিমের সাজে না।
ইমন ঝিমকে দেখতে পেয়ে পায়ের গতি কমায়।
"ইমন, কেমন আছ?"ঝিম সিগারেট হাতে বেঞ্চ ছেড়ে উঠে দাঁড়াল।
"ভালো, তুমি... তুমি স্মোক করছ?" ইমন ইতস্তত করে।

"হ‍্যাঁ, তুমি নেবে?"
"ঝিম, একটু লেট..." অরিন থেমে গেল।

ঝিম পিছনে ফিরে অরিনকে বলল,"এক মিনিট।"

ইমন তাড়াতাড়ি বলল,"আচ্ছা, না থাক। আমি চলি।"
ইমন যেতেই অরিনের জিজ্ঞাসু চোখের দিকে তাকিয়ে ঝিম বলল,

"ও আমার প্রাক্তনদের একজন।"










Post a Comment

0 Comments