Sob Pakhi pencha Noy @Lekhoni



সব পাখি পেঁচা নয় 

দিবস আঁধার দেখে; রাত্রির ঘ্রান 
রূপ - শব্দ কালিমায় ফিরে পায় প্রান,
পাতার আড়াল মেনে কত রাতপাখি
দিবস আঁধারে হায় হয় মাখামাখি -
ওপারের গান গায়; আধুনিক রাতে
সকলে ভাসে কি তবু মধু জোছনাতে।

সব পাখি পেঁচা নয় পাখিরাই বোঝে 
কজন রাতের পাখি পাখিদের খোঁজে
পথ হাঁটে, মরনের দরজায় শেকল পরায়
তবু যে পাখিই মরে ব্যাধি ও জরায়
অবশেষে ; মৃত্যুরও শেষে 
পেঁচা - পাখি হয়েযায় আপনার জন,
রাত্রি দিবস মেখে ফুরায় তখন । 



লিখেছেন :-  বন্ধু বিভাষ 



আমাদের "লেখনী" অংশে লেখা পাঠাতে ম্যাসেজ 

করুন আমাদের পেজে  lolwaa club (Facebook)








Post a Comment

0 Comments