কাঞ্চনজঙ্ঘা - পাহাড় - নারী
আঘাত পেয়েও যেদিন পাহাড়ী কোমলে
শরীর নারীর ভেবে ঠান্ডা সে বরফের জলে
দিয়েছি বসিয়ে ঠোঁটের উষ্ণ চুমুক,
সেইদিন ঘুচে গেছে জমে থাকা যত ভুলচু্ক।
পাহাড় কি নারী হয় ,
পাহাড়তো নারী নয় ; তবু কেন কাঞ্চনজঙ্ঘা
কোমল রূপসী উরু -
মধু বুকে দুরু দুরু ; চেয়ে থাকে আড়চোখে উমনা গঙ্গা।
নারীতো পাহাড় নয় - সে এক পাহাড়ী ঝর্না,
ঢেউ খেলা দেহভারে
সে চায় সাগর পারে - যেন কোন প্রেমিকের ঋতুপর্ণা ।
কাঞ্চন জঙ্ঘায় তবু মুখ গুঁজে পড়েরই
জিভের আঁচড়ে যেন লেখা হবে বই
এই ভেবে; এইভাবে কোনদিন
হই যদি পাহাড়ী বরফ
কাঞ্চনজঙ্ঘার মাঝে, চিরদিন
দেহের কোমলে মিশে থাকে
কখনো বা চোখে চেয়ে খুঁজে পাবোঃ
পুরুষের প্রেমহীন লেখার হরফ।
এইখানে ঝরে গেছে কামনার লালা,
এখানে জুড়িয়ে যায় শরীরের জ্বালা
এইখানে যে ছবি আঁকে পুরুষের জিভ -
জঙ্ঘা - নাভির দেশে থেমেগেছে চির রোষী কমলার শিব।
কাঞ্চনজঙ্ঘা তবু পাহাড়েরই নাম
এরই কাছে গড়ে ওঠে ভ্রামকের গ্রাম।
লিখেছেন :- বন্ধু বিভাষ
লিখেছেন :- বন্ধু বিভাষ
আমাদের "লেখনী" অংশে লেখা পাঠাতে ম্যাসেজ
করুন আমাদের পেজে lolwaa club (Facebook)
0 Comments
Comment Here...