কনস্টেবল পদে নিয়োগ চলছে



Image result for police constable



পশ্চিমবঙ্গ পুলিশে কয়েক হাজার পুলিশ নিয়োগ করা
হবে৷ নিয়োগ করা হবে কনস্টেবল পদে৷ শূন্যপদ
৪ হাজার ২৮৪টি৷ নিয়োগ করা হবে পশ্চিমবঙ্গ পুলিশ
রিক্রুটমেন্ট বোর্ডের মাধ্যমে৷ মাধ্যমিক পাশ
ছেলেরা এই পদের জন্য আবেদন করতে
পারবেন৷ তবে আবেদনকারীর বয়স হতে হবে
১৮ থেকে ২৭ বছরের মধ্যে৷ এছাড়া তফশিলিরা পাঁচ
বছর ও ওবিসিরা তিন বছর বয়সে ছাড় পাবেন৷ তবে
আবেদনকারী ছেলেদের শরীরের
মাপজোক হতে হবে লম্বায় ১৬৭ সেমি৷ পাশাপাশি
বুকের ছাতি পাঁচ সেমি ফোলানোর ক্ষমতা থাকতে
হবে৷প্রার্থী বাছাই হবে শারীরিক সক্ষমতার পরীক্ষা ও
লিখিত পরীক্ষার মাধ্যমে৷ শারীরিক সক্ষমতার
পরীক্ষায় থাকবে ৬ মিনিট ৩০ সেকেন্ডে ১৬০০
মিটার দৌড়৷ সফল হলে বেতন তারপর লিখিত পরীক্ষায়
বসতে পারবেন৷ লিখিত পরীক্ষায় সফল হলে
ইন্টারভিউ৷ সফল হলে বেতন ৫ হাজার ২০০ টাকা
থেকে ২০ হাজার ২০০ টাকা৷ এছাড়া গ্রেড পে
পাবেন৷আবেদন করতে হবে অনলাইনে৷
www.policewb.gov.in, এই ওয়েবসাইটে গিয়ে
আবেদন করতে পারবেন প্রার্থীরা৷ তবে
আবেদনকারীকে পরীক্ষার ফি বাবদ ১৭০ টাকা
দিতে হবে৷ আবেদন করতে হবে ৪
সেপ্টেম্বরের মধ্যে৷ এছাড়া বিস্তারিত এই
ওয়েবসাইট থেকে জানতে পারবেন প্রার্থীরা৷

Post a Comment

0 Comments