হয়ত একদিন ভুলেযাবে আমায়
#collectedপ্রেমিকা : কি করছো ?
আমি : ছবি আঁকছি lপ্রেমিকা : কার ছবি ?আমি : তোমার ছবি lপ্রেমিকা : হটাৎ আমার ছবি কেনো ?আমি : দেখছি তোমাকে সিঁদুর পরিয়ে কেমন দেখাবে ?প্রেমিকা : এত্ত ভালবাসো আমায়….!! কিন্তু যদি অন্য কারোসাথে আমার বিয়ে হয়ে যায় তাহলে তুমি কি করবে ?আমি : জানিনা…., তবে তুমি আমাকে একদিন ঠিকই ভুলেযাবে lপ্রেমিকা : খুব রেগে গিয়ে প্রায় ধমক দিয়েই বললো, কীভাবে ?আমি : আমি বললাম পরিস্থিতি একদিন তোমাকে আমারনামটাও ভুলিয়ে দেবে ……! মনে করো বিয়ের দিনসকাল থেকেই উপবাস, লোকজনের ভিড়, ক্যামেরারআলো, সানাইয়ের অওয়াজ এসবের মাঝে তুমি খুবইক্লান্ত হয়ে পড়বে, তুমি চাইলেও তখন আমার কথামনে করতে পরবে না lঅন্যদিকে আমি তখন বন্ধুর সাথে উল্টো-পাল্টা খেয়েপড়ে থাকবো আর নিজের মনকে বোঝানোর জন্যতোমাকে স্বার্থপর বলে গালি দিব lবৌ ভাতের দিন তুমি তো আরও ব্যস্ত হয়ে পড়বে, সেদিননায়িকার মতো করে সবাই তোমাকে দেখতে চাইবে,তোমার সাথে কথা বলতে চাইবে, আর আমি সেদিনএকলা অন্ঘধকার ঘরে বসে পুরনো স্মৃতির কথা মনেকরে করে কাঁদবো lবিয়ের শেষে তোমার সব আত্মীয় যখন বাড়ী চলে যাবেতখন আমার কথা তোমার হটাত হটাত মনে পড়বে lতারপর তোমরা হানিমুনে যাবে……!! ঘুরতে যাবে কোনোএক বরফের দেশে, ওটা হবে তোমার সুখের স্বর্গরাজ্য..!!ওখানে তোমার স্বামী তোমার এতোটাই care নেবে যে,তোমার তখন নিজের বাবা- মার কথাও মনে আসবে না,আর ভুল করেও যদি আমার কথা তোমার একবারওমনে পড়ে যায় তাহলে তুমি ভাববে, আমার সাথেতোমার বিয়ে না হয়ে বোধহয় ভালই হয়েছে, আমিততদিনে নিজের পড়াশোনা জলাঞ্জলি দিয়ে উদ্দেশ্যহীনভাবে জীবনের পথ চলছি, লোকদেখানো নর্মাল জীবনশুরু করেছি, সবাইকে বলি তোমাকে ভুলে গোছি, কিণ্তুমাঝ রাতে তোমার sms গুলো পড়ি আর দীর্ঘশ্বাসছাড়ি l তারপর একদিন তুমি মা হয়ে যাবে, তখন তুমিআর কারও প্রেমিকা কিংবা নতুন বৌ থাকবে না, আমারস্মৃতি কিংবা স্বামীর আহ্লাদ, এসবের চেয়ে বাচ্চার careনিতে তুমি সারাটা দিন ব্যাস্ত থাকবে l আর আমি তখনতোমার জীবন থেকে মোটামুটিভাবে পারমানেন্টলিডিলিট হয়ে যাবো….!! এতোদূর বলার পর দেখি প্রেমিকাছলছল চোখ নিয়ে আমার দিকে তাকিয়ে আছে …..কিছু বলতেও পারছে না…প্রেমিকা : কিছুক্ষন পর ও বললো তবে কি সেখানেই সব শেষ ?আমি : আমি বললাম না না…..পৃথিবীটা তো খুবই ছোটো…!!হয়তো তুমি আর তোমার স্বামী কোনো এক ক্লান্তবিকেলে ঘুরতে বেরিয়েছো…..নির্জন পথ ধরে গল্পকরতে করতে হেঁটে চলেছ, ঠিক সেইসময় দেখতে পেলেআমি সামনে দিয়ে হেঁটে আসছি, আমরা তখন মুখোমুখি-সামনাসামনি, কয়েক সেকেণ্ড পরস্পরের দিকেতাকিয়ে থাকবো, কিণ্তু পাস কাটিয়ে চলে যাবারসময় দেখবে আমাদের দুজনেরই বুকের বাম পাশটাঅসহ্য ব্যথায় চীন চীন করে উঠবে, দুজনের চোখে জলবেরোবে না ঠিকই কিণ্তু, দুজনের হৃদয় ঠিকই কাঁদবেযে কান্নার আওয়াজ কারোর কানে পৌঁছবে না l রাস্তায়যেতে যেতে তোমার স্বামী বিড়বিড় করে কি সব বলেযাবে তা তোমার কানে পৌঁছবে নাl করণ, আমাদেরদুজনেরই তখন মনে পড়বে কয়েক বছর আগেপরস্পরকে দেওয়া প্রতিশ্রুতিগুলো, মনে পড়বে একে –অপরকে ছেড়ে থাকতে না পরার মতো দিনগুলোরকথা ………[এটা কাল্পনিক, নিজেকে যুক্ত করে গল্পটিকে প্রাণবন্ত করেতুলেছি মাত্র……..!! তবে বাস্তবের সাথে যে এই ঘটনার কোনোমিল নেই এই কথাটা বোধহয় বলা ভুল হবে l বরং , বলা যেতেপারে ” এটাই হলো পৃথিবীর অলিখিত নিয়ম,যা প্রতিদিন কারও না কারো জীবনে বহমান ঘটনা”
পোস্ট টি ভাললাগলে share করে পড়ার সূযোগ করেদিন... :) :)
0 Comments
Comment Here...